ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
রাজশাহীতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রাজশাহী: শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের নয় সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছয়জন এবং জেলা পুলিশের তিনজন রয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- পুলিশের এএসআই (সশস্ত্র) বারেক, এএসআই (সশস্ত্র) মিজানুর রহমান, কনস্টেবল আফজাল, কনস্টেবল সালাম, পুলিশ কনস্টেবল ফরহাদ, কনস্টেবল শাহেদ। এ ছয়জনকে আজ রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এক আদেশে সাময়িক বরখাস্ত করেন।

জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) মো. রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, পুলিশ সদস্যরা গভীর রাতে পিকনিক করছিলেন এবং তাস খেলছিলেন এমন অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, রাজশাহী জেলা পুলিশেরও তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- খগেন, রফিক ও করিম।

এর আগে তাস খেলতে গিয়ে নয় পুলিশ সদস্যকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) গভীর রাতে পুলিশ লাইনের নয়জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে পিকনিক করছিলেন এবং সবাই মিলে তাস খেলছিলেন।

এমন খবর পেয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ সেখান থেকে তাদের আটক করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। আজ ওই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।