মুন্সিগঞ্জ: পদ্মাসেতুকে কেন্দ্র করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের উপভোগের জন্য চালু হয়েছে ‘এমভি ডিঙ্গি’।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ‘এমভি ডিঙ্গি’র উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
ভ্রমনতরীটির উদ্দ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক। যা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিমুলিয়াঘাট থেকে যাত্রা শুরু করবে। ৮০ জন করে যাত্রী ভ্রমণ তরীটিতে ভ্রমণ করতে পারবে। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আগামীতে পদ্মাসেতুর দুইপাড়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে অবশ্যই প্রকল্প নেওয়া হবে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগ করবে। বিনিয়োগের রিটার্ন আসলে তারা অগ্রসর হবে। ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ টুরিজম বোর্ডের উপ-পরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মহিউদ্দির হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি