ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেরামের অগ্নিকাণ্ডে টিকা উৎপাদনে ক্ষতি হবে না: পুনাওয়ালা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
সেরামের অগ্নিকাণ্ডে টিকা উৎপাদনে ক্ষতি হবে না: পুনাওয়ালা

ঢাকা: অগ্নিকাণ্ডের ফলে করোনা টিকা ‘কোভিশিল্ড’ উৎপাদনের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক টুইটে তিনি একথা জানান।

টুইটে আদর পুনাওয়ালা বলেন, সরকার ও জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, অগ্নিকাণ্ডের ফলে করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনে কোনো ক্ষতি হবে না। একাধিক ভবনে আমাদের উৎপাদন মজুদ রয়েছে।

অপর এক টুইটে তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ভারতের সেরাম ইনস্টিটিউটের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেরামের মাধ্যমে বাংলাদেশ তিন কোটি ভ্যাকসিন আমদানি করবে। এছাড়া সেরামের তৈরি ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উপহার পেয়েছে।

**সেরাম ইনস্টিটিউটে আগুন
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।