ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেই ইয়াবা কারবারির ঘর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
সেই ইয়াবা কারবারির ঘর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারে প্রায় ১৪ লাখ ( সাত বস্তা) ইয়াবা বড়িসহ আটক হওয়া ‘ইয়াবা গডফাদার’ জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা (এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করে পুলিশ।

 

এর আগে এদিন দুপুরে গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শহর সংলগ্ন চৌফলদন্ডী ব্রিজের কাছাকাছি একটি নৌকা থেকে সাত বস্তা ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করে।

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, আটক জহিরুলের দেওয়া স্বীকারোক্তি মতে তার বাড়ি অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ইয়াবা বড়ি বেচার এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসপি মো. হাসানুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।