ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বগুড়ায় ট্রাকচাপায় নারী নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সালভি আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালভি জেলার সোনাতলা উপজেলার আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শাজাহানপুর উপজেলার মাঝিরা থেকে মোটরসাইকেলে করে সামাদ ও তার স্ত্রী সালভি সোনাতলার দিকে যাচ্ছিলেন। ঝাঁকুনিতে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সালভি পড়ে গেলে পেছনে থাকা আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।