ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান (৪৭) নামে এক পাওয়ারলুম শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদীকান্দা পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মজিবুর রহমান ওই গ্রামের  নুরুল হকের ছেলে।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) সজিব বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যা থেকে মজিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরইমধ্যে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত বাড়িতে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে।

এসআই সজিব আরও জানান, নিহতের মাথাসহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।