ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
মহেশপুরে ভাতিজার হাতে চাচা খুন প্রতীকী ছবি

ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা আইনালের ধারালো অস্ত্রের কোপের আঘাতে চাচা ওসমান বক্স (৬০) খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন খাদেম আলী, রমজান হোসেনসহ ১০ জন।

মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে জমি নিয়ে ভাতিজা আইনালের সঙ্গে ওসমান আলীর বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় ভাতিজা আইনাল ধরালো অস্ত্র দিয়ে ওসমানকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেসময় দুই পরিবারের আরো ১০ জন আহত হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।