মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জাল তৈরির কারখানা থেকে ৩ কোটি ৩৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের হিসাবে যার মূল্য ১০০ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (৮ মার্চ) দিনগত রাত ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশন ও মুন্সিগঞ্জের গজারিয়া স্টেশনের সদস্যরা এ অভিযান চালান। তাদের সহায়তা করেছে জেলা প্রশাসন, মৎস্য অফিসের সদস্যরা। ফিরিঙ্গি বাজার, পঞ্চসার, গোসাইবাগ, দূর্গাবাড়ি, বাস্তুহারা এলাকার ১১টি কারখানায় এ অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৯ শ্রমিককে আটক করা হয়। জব্দকৃত জাল ও আটক ১৯ জনকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান শেষে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে কোস্টগার্ডের ঢাকা জোনের জোনাল কমান্ডার এম রেজাউল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল তৈরির কারখানাগুলোতে অভিযান চালানো হয়। তবে অভিযানকালে কোনো কারখানার মালিককে পাওয়া যায়নি। অবৈধ কাজে জড়িত থাকায় শ্রমিক এবং কারখানার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
কোস্টগার্ড জানায়, জালগুলোর দাম আনুমানিক শত কোটি টাকারও বেশি। তবে কোস্টগার্ড সদর এসব জালের সঠিক দাম নিরূপণ করবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিলে শুধু কারখানার শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানার মালিকদের ধরা যাচ্ছে না। এজন্য নিয়মিত মামলার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পাগলা স্টেশন কমান্ডার আশমাদুল, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল অনেকে।
১১ কারখানা হলো-তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাবিব ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জয়নাল ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিম ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জয়নাল ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুমন ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাচ্চু ছৈয়াল ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মানিক ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খোকন ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স তালুকদার ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও একতা ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
এসআই