ঢাকা: পল্টনে বিএনপির অফিসের পাশে ভিক্টোরিয়া হোটেলের পঞ্চম তলায় বিস্ফোরণের ঘটনায় দুটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। রুম দুটির একটিতে উঠেছিলেন ফিলিপাইনের এক নাগরিক।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির পঞ্চম তলা বিস্ফোরণ ঘটে। একটি রুমে বিস্ফোরণ ঘটলে পাশের রুমের পার্টিশন দেয়াল ও রুম দুটির দরজা-জানালা ভেঙে পড়ে। বিস্ফোরণের পর পঞ্চম তলা থেকে কাচ ও প্লাস্টারের ছোট ছোট টুকরো আছড়ে পড়ে রাস্তায়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী জানান, ভিক্টোরিয়া হোটেলের পঞ্চম তলায় ক্ষতিগ্রস্ত দুই রুমে দুজন ছিলেন। তবে ঘটনার সময় তারা বাইরে ছিলেন। এদের মধ্যে একজন ফিলিপাইনের ও একজন বাংলাদেশি নাগরিক। তবে ধারণা হচ্ছে এসি বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ১৬ তলা ভিক্টোরিয়া হোটেলের পঞ্চম তলায় বিস্ফোরণে দুটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝখানের পার্টিশন দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দরজা-জানালা বিস্ফোরণের কারণে দুমড়ে-মুচড়ে গেছে। কক্ষের পানি গরম করার গিজার মেশিনসহ রুমে থাকা এসিও দুমড়ে-মুচড়ে গেছে। বিস্ফোরণ কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: পল্টনে বিএনপি অফিসের পাশের হোটেলে বিস্ফোরণ
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস/এমজেএফ