ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু 

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিলু মিয়া (২১) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দিলু মিয়া পাবনার ঈশ্বরদী উপজেলার বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে এবং কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির লাইন স্ক্রু লেভেল-১ পদে কর্মরত ছিলেন।

জানা যায়, মিরপুর থানার সামনে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছিলেন দিলু মিয়া। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিলুর লাইনম্যান বেল্ট বাধা অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিলেন। স্থানীয়রা তাকে ঝুলতে দেখে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জুবায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।