ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
কাঁঠালবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে 

ঢাকা: টানা ৪০ মিনিটের চেষ্টায় রাজধানীর কাঁঠালবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৯টা ৩৫ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মাহফুজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কাঁঠালবাগান বস্তির আগুন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে এই আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এমএমআই/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।