মেহেরপুর: বিরোধপূর্ণ জমির গম কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সালেহা খাতুন, মিনারুল ইসলাম, জিনারুল ইসলাম, সেন্টু হোসেন, সিরাজুল ইসলাম। অপর পক্ষের আহতরা হলেন- একই উপজেলার সানঘাট গ্রামের শাবান আলী, আসাদুল ইসলাম ও জিয়াউল ইসলাম।
আহতদের মধ্যে শাবান আলী ও আসাদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জমির শরীক নাহিদ হোসেন জানান ৯ একর ১৩ শতক শরীকানা জমি নিয়ে ইকলাস মণ্ডল ও ইসলাম আলীর সঙ্গে প্রায় ৪৭ বছর মামলা চলে আসছিলো। ৪৭ বছর মামলা চলার পর মুনসেফ কোর্ট, জজ কোর্ট, ও হাইকোর্টের তিনটি রায় ইকলাস মণ্ডলের পক্ষে হয়। পরপর তিনটি রাই পক্ষে পাওয়ায় পর জমি দখলে নেন ইকলাস মণ্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন ও তাদের শরীকরা। চলতি মৌসুমে ওই জমিতে তারা গম রোপণ করেন।
আজ সকালে তোফাজ্জেল হোসেনের লোকজন গম কেটে বাড়ি আসার সময়, ধানখোলা গ্রামের কামরুজ্জামান, সানঘাট গ্রামের শাবান আলী ও আসাদুল ইসলামের নেতৃত্বে অর্ধশত লোকজন লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নাহিদ হোসেনের বাড়ির পেছনে হামলা চালিয়ে সিরাজুল ইসলাম, সেন্টু হোসেন, জিনারুল ইসলাম, আমোদ আলী ও সালেহা বেগমকে গুরুতর জখম করেন। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রায় আট জন আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
আরএ