ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাটকল-চিনিকল চালুর দাবিতে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
পাটকল-চিনিকল চালুর দাবিতে মানববন্ধন  পাটকল-চিনিকল চালুর দাবিতে মানববন্ধন । ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাষ্ট্রয়াত্ত পাটকল ও চিনিকল এবং পাটকল নেতা রুহুল আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও ইউনাইটেড ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্ট।  

শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোয়াজ্জেম হাকিমের সভাপতিত্বে ও সমন্বয়কারী ফয়জুল আমিন লালার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা খন্দকার আবুল লায়েছ, মোহন দাস, সোনা মিয়া ও ইদ্রিস মিয়া প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, এই দালাল সরকারের প্রভু ভারত। তারা তাদের প্রভুর মদদে বিরোধীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তারা দিনের ভোট রাতে করে ফেলে। এই সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে। পাটকল নেতা রুহুল আমিনকে অবিলম্বে মুক্তি দিতে হবে।  

নেতরা বন্ধ হওয়া পাঠকল ও চিনিকল চালুর জোর দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
টিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।