ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে এলাকা থেকে ২৫ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ রবিন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (১৩ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত পৌনে ১২ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ জনপদের মোড় ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
তিনি আরও জানান, আসামি রবিন জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে রাজধানী যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় জালটাকা সরবারহ করে আসছিল। আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএমআই/এসআইএস