ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মখলিছুর রহমান বাণীগ্রাম ইউনিয়নের নুরুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী প্রবাসী ফয়েজ উদ্দিনের বসতঘরে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মখলিছুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানা পুলিশ জানায়, এ ব্যাপারে মখলিছুর রহমানের বাবা নুরুজ মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।