ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লঞ্চডুবি: ভোগান্তি কম হবে তাই নৌপথে আসছিলেন প্রতিমা

সাজ্জাদ হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
লঞ্চডুবি: ভোগান্তি কম হবে তাই নৌপথে আসছিলেন প্রতিমা প্রতিমা

মুন্সিগঞ্জ: লকডাউন শুরুর আগের দিন সড়কপথে যানবাহনে যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। স্বাভাবিকের তুলনায় ওই দিন গাড়িতে বেশি যাত্রী পরিবহন করা হচ্ছিল মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের যানবাহনগুলোতে।

 

এজন্য আমার স্ত্রী প্রতিমা ঘোষাল (৪৫) বাধ্য হয়ে নৌপথে আসার সিদ্ধান্ত নেন। নারায়ণগঞ্জঘাটে এসে লঞ্চের মাধ্যমে মুন্সিগঞ্জের দিকে আসছিলেন। ভোগান্তি কম হবে তাই নৌপথে আসছেন এমনটি ফোনে জানিয়েছিলেন। কিন্তু পথে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এতে আমার স্ত্রী মারা যায়।  

বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন প্রতিমার স্বামী প্রিতিময় ঘোষাল। মুন্সিঞ্জের মালপাড়া এলাকায় বসবাস করছিলেন তারা।  

সোমবার (৫ এপ্রিল) পঞ্চসারের মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শ্মশানঘাটে সৎকার করা হয়েছে প্রতিমার।  

স্বামী প্রিতিময় ঘোষাল জানান, নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করছিলেন প্রতিমা। প্রতিদিন সড়ক পথে আসা যাওয়া করলেও সেদিন আসছিলেন লঞ্চে। আমাদের কোনো সন্তান নেই। হাসিখুশি সংসার জীবনের এভাবে অবসান ঘটবে তা কখনই ভাবিনি। এমন মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।