রাজশাহী: রাজশাহীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটকরা হলেন- মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মিজানুর হোসেন (৪৭) ও তার জামাতা আমজাদ হোসেন (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। তাই বাড়ি থেকে জামাই-শ্বশুরকে আটক করা হয়। আটক জামাতা আমজাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শাহাপুর গ্রামে। রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এসএস/এনটি