ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের নতুন ডিসি আজিজুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ১৭, ২০২১
বাগেরহাটের নতুন ডিসি আজিজুর রহমান মুহাম্মদ আজিজুর রহমান

ঢাকা: বাগেরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমান।

রোববার (১৭ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপর আদেশে বাগেরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা এ এন এম ফয়জুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব করা হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

আর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য খাদিজা বেগম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ১৭, ২০২১
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।