ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিন খসরুর আসনেও পরবর্তী ৯০ দিনে ভোট 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ২৫, ২০২১
মতিন খসরুর আসনেও পরবর্তী ৯০ দিনে ভোট 

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কুমিল্লা-৫ আসনে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য (এমপি) আবদুল মতিন খসরুর আসনেও প্রথম ৯০ দিনের পরিবর্তে পরবর্তী ৯০ দিনে উপ-নির্বাচন দেবে নির্বাচন কমিশন (ইসি)।  

করোনকালীন দ্বৈব-দুর্বিপাক দেখিয়ে এর লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনও পরবর্তী ৯০ দিনের ভোট নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

 
কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন নিয়ে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছেন।  

এতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-৫ আসনটি ১৪ এপ্রিল তারিখে শূন্য হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী ওই শূন্য পদ পূরণ করার জন্য ১২ জুলাই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এমতাবস্থায়, জাতীয় সংসদের কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।  

নতুন নির্দেশনা অনুযায়ী, এই আসনের ভোটের সময় শেষ হবে ১০ অক্টোবর। কেননা, পরবর্তী ৯০দিন, এই দিন পূর্ণ হবে।  

ইসি সচিব মো. হুমায়ুন কবীর ইতোমধ্যে জানিয়েছেন, মধ্য জুলাইয়ে এই আসনে ভোট করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত হবে আগামী ২ জুনের কমিশন বৈঠকে।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।