ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানবাধিকারের দাবিদাররাই মিয়ানমারকে টাকা দিচ্ছে 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, জুন ৬, ২০২১
মানবাধিকারের দাবিদাররাই মিয়ানমারকে টাকা দিচ্ছে 

ঢাকা: যেসব দেশ মানবাধিকারের কথা বলে, তেমন সাতটি বিদেশি ব্যাংক মিয়ানমারকে ২৪ বিলিয়ন ডলারের ব্যাংক গ্যারান্টি দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, যেসব দেশ মুখে বড় বড় মানবাধিকারের কথা বলে, তারাই মিয়ানমারকে আজ টাকা দিচ্ছে।

তিনি বলেন, সাতটি বিদেশি ব্যাংক মিয়ানমারকে ২৪ বিলিয়ন ডলার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন ও গণহত্যা চালিয়েছে, সেটা জেনেও তারা কেন সেখানে টাকা দিচ্ছে। এসব দেশের রাষ্ট্রদূতদের আপনারা সেটা জিজ্ঞেস করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ০৬, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।