ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাড়ে ১১ কোটি টাকায় সংস্কার হচ্ছে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ৭, ২০২১
সাড়ে ১১ কোটি টাকায় সংস্কার হচ্ছে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক ...

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে হাসপাতালের সামনে থেকে চৌধুরী বাজার পর্যন্ত প্রধান সড়কে আরসিসি পেভমেন্ট নির্মাণ করা হচ্ছে। সাড়ে ১১ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ।


 
সোমবার (৭ জুন) হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
 
এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রচেষ্টায় সাড়ে ১১ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এবং এতে হবিগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। দ্রুত নির্মাণ শেষ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ