ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে রেললাইন অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
মহাখালীতে রেললাইন অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা  

ঢাকা: রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের  শিক্ষার্থীরা।  

সোমবার (১৮ নভেম্বর) ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি জানান, কিছু শিক্ষার্থীরা মহাখালী রেল গেট এলাকায় রেললাইন অবরোধ করে রেখেছেন। এ রকম সংবাদে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারা মিয়া জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছেন কিছু দাবি-দাওয়া নিয়ে এই সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রওনা দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে তারা রেললাইন অবরোধ করেছেন বলে জানতে পেরেছি। এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় নাই প্রচণ্ড যানজটে আটকে আছি।

তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এমন সংবাদ এখনো পুলিশ জানতে পারেনি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।