ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
ঝিনাইদহ থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার ৭

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ জুন) সকালে ঝিনাইদহ সদরের কলমনখালী, খুলনার ফুলতলা ও যশোরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের মৃত রজব আলী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০), পাগলা কানাই এলাকার কালু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৮), স্বপন রায়ের ছেলে সুজন রায় (৩৮), কলামনখালী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগর (২৫), হাটগোপালপুর গ্রামের মৃত মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে মনিরুল জোয়ার্দ্দার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুস সালাম (৩০) ও পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের কাউছার প্রামানিকের ছেলে নাহিদ হাসান (২৮)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাগীর আলম বাংলানিউজকে জানান, বুধবার রাতে পাবনা থেকে যশোরগামী আকিজ জুট মিলের একটি পাট বোঝাই ট্রাক ওই উপজেলার চাঁদপুর থেকে লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করে। মামলার পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমন খালী এলাকা থেকে লুন্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এর সঙ্গে জড়িত ৭ জনকে। তাদের বাড়ি ঝিনাইদহ সদর ও পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।