ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ভারতীয় সিগারেটসহ গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
মিরপুরে ভারতীয় সিগারেটসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ বিল্লাল হোসাইন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ২৩ কার্টুন আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) জব্দ করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন ব্যক্তি মিরপুর থানার জনতা হাউজিং গেটের সামনে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসাইনকে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার বিল্লাল ও পলাতক আসামি মো. মনিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, বিল্লাল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তার বিল্লাল মামলার অন্য পলাতক আসামি মো. মনিরের সঙ্গে পরস্পর যোগসাজশে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট দেশে এনে মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।