কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে প্রকাশ্যে স্ত্রীও সৎ ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম নাহিদুল ইসলাম বলেছেন, সৌমেনের একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। এর সঙ্গে পুলিশের ভাবমূর্তির কোনো সম্পর্ক নেই।
রোববার (১৩ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় সেখানে কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে ম. আ. রহিম সড়কের (পিটিআই রোড) কাস্টমস মোড়ের ডা. আজাদুর রহমানের চারতলা ভবনের নিচতলার মার্কেটে প্রকাশ্যে স্ত্রী আসমা (৩৪) ও সৎ ছেলে রবিন (৭) ও স্ত্রীর কথিত পরকীয়া প্রেমিক শাকিল খানকে (২৮) গুলি করে হত্যা করেন খুলনার ফুলতলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌমেন কুমার রায়। নিহত শিশুটি আসমা ও তার প্রথম স্বামী রুবেলের সন্তান।
আরও পড়ুন:
কুষ্টিয়ায় প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা
ভয়ে পালাতে থাকা শিশুর মাথায় গুলি করেন এএসআই
শাকিলের সঙ্গে ‘পরকীয়ার’ জেরে মনোমালিন্য চলছিল আসমা-সৌমেনের
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসআই