ঢাকা: লকডাউনে দিনমজুর এবং গরিব মানুষদের জন্য খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার দাবি করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
শুক্রবার (২৫ জুন) সংগঠনের নির্বাহী কমিটির অনুষ্ঠিত সভা থেকে এ দাবি করা হয়।
ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, নির্বাহী কমিটির সদস্য শামছুজ্জামান সেলিম, অ্যাড. সোহেল আহমেদ, রমেন্দ্র বর্মন, মোতালেব হোসেন, অর্ণব সরকার প্রমুখ।
সভায় নেতারা বলেন, সরকার করোনা মোকাবিলায় গত দেড় বছর ধরে নানা সময় লকডাউনসহ নানা বিধিনিষেধ দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা ও লুটপাট-দুর্নীতির কারণে সাধারণ মানুষ আরও বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা মোকাবিলার নামে চিকিৎসা ও গরিব মানুষকে সহায়তার জন্য বরাদ্দ করা কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেছে।
নেতারা আরও বলেন, বর্তমানে করোনা গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ছে। মানুষ চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন কাজ না করলে ঘরে খাবার থাকে না, ফলে তাদের কাজের সন্ধানে বের হতে হয়। তাই করোনা মোকাবিলায় মানুষ বাঁচাতে লকডাউন কার্যকর করতে প্রতিটি দিনমজুর এবং গরীব পরিবারকে খাদ্য সহায়তা (প্রতি সপ্তাহ চাল, ডাল, লবন,তেল) ও নগদ টাকা দিতে হবে। উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যেককে বিনামূল্যে করোনার টিকা, এন্টিজেন টেস্ট ও বিনামূল্যে কোভিড-১৯ এর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ক্ষেতমজুর সমিতির নেতারা জেলায় জেলায় করোনা ল্যাব স্থাপনেরও দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২৫, ২০২১
আরকেআর/এমআরএ