সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবহাটার পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে তিনজন যুবক একটি মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে সাতক্ষীরা দিকে যাচ্ছিলেন। পথে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন আরোহী ওই তিন যুবক।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এসআরএস