ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ক্লান্তিহীন চেষ্টা করে যাচ্ছেন।

এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এত সময় ধরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করে ক্লান্ত হয়ে পড়েন।  অনেককে অগ্নিকাণ্ডের পাশেই শুয়ে বিশ্রাম নিতে দেখা যায়। কিছুক্ষণ বিশ্রামের পর আবারো উঠে আগুন নেভানোর কাজ শুরু হয় তাদের।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরাও তো মানুষ। কেমিক্যালের আগুন হওয়াতে অনেক তাপ। দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছেনা। এদিকে স্বজনদের দাবি, অনেকে ভেতরে আটকে আছে। যারাই ভেতরে আছে তাদের জীবিত থাকার সম্ভাবনা কম।

শ্রমিকরা জানান, চতুর্থ তলার শ্রমিকদের ইনচার্জ মাহবুব, সুফিয়া, তাকিয়া, আমেনা, রাহিমা, রিপন, কম্পা রানী, নাজমুল, মাহমুদ, ওমরিতা, তাছলিমাসহ প্রায় ৭০-৮০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

>>>নিয়ন্ত্রণে আসেনি সেজান জুসের কারখানার আগুন, নিহত ৩
>>সেজান জুসের কারখানায় আগুন: কয়েকজন ঢামেকে ভর্তি
>>>রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুন, নিহত ২
>>>১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা
>>>জুস কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে আসছে না আগুন

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।