ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভবনের ছাদে উঠার পথ বন্ধ থাকায় মৃত্যু বেড়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
‘ভবনের ছাদে উঠার পথ বন্ধ থাকায় মৃত্যু বেড়েছে’ ছবি: শালিক আহমেদ

নারায়ণগঞ্জ থেকে: কারখানার ভবনের ছাদে সিঁড়ি দিয়ে ছাদে উঠতেই কলাপসিবল গেট এবং নেটের দুটি গেট বন্ধ থাকায় আগুনের ঘটনায় মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।

শুক্রবার (০৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে জেনেছি, ভবনটির ছাদে উঠার সিঁড়ির আগে কলপাসিবল গেট ও নেটের দুটি গেট বন্ধ ছিল। এই নেটের গেট থাকার কারণে ভেতরের শ্রমিকরা ছাদে উঠতে পারেনি। তারা ভবনের ভেতরে আটকা পড়ে। যে কারণে আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

কারখানাটি পরিচালনার জন্য যা যা করণীয় তা অনুসরণ করা হয়েছিল কি না? জানতে চাইলে কল তিনি বলেন, আমাদের কোনো গাফিলতি নেই। তদন্ত করলেই বেড়িয়ে আসবে কী কারণে আগুনের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আমাদের এমনটিই জানিয়েছে।
 
এই কারখানাটির নথিপত্র ঠিক আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে উল্লেখ করে তিনি বলেন, অধিদপ্তরের অনেক কর্মকর্তা এখানে এসেছেন। পুরো ঘটনা আমরা তদন্ত করে দেখবো। জেলা প্রশাসন থেকে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস থেকে ৫ সদস্যের কমিটি গঠন হয়েছে। আমাদের দপ্তর থেকেও তদন্ত করা হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার প্রধান উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বলেন, আমাদের দপ্তর থেকে কারখানার সেফটির বিষয়টি তদন্ত করছি। ডিআইজি সেফটিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।  

আরও পড়ুন>>
>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

>>>অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর
>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন
>>>নেভেনি আগুন, তৈরি হচ্ছে নিখোঁজদের তালিকা
>>>আগুনে পুড়ে অবশিষ্ট ছিল মরদেহগুলোর হাড়

>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ৪৯ মরদেহ ঢামেক মর্গে
>>>সেজানের পোড়া কারখানা থেকে বের হলো ৫২ মরদেহ
>>>নিয়ন্ত্রণে আসেনি সেজান জুসের কারখানার আগুন, নিহত ৩
>>সেজান জুসের কারখানায় আগুন: কয়েকজন ঢামেকে ভর্তি
>>>রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুন, নিহত ২
>>>১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা
>>>জুস কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে আসছে না আগুন
>>>জীবিত নেই কেউ, প্রিয়জনের খবর পেতে স্বজনদের অপেক্ষা

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।