নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্য জানান।
শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় আগুন পুরোপুরি নেভেনি, নিয়ন্ত্রণে। আগুনের তাপ যায়নি ও কিছু কেমিক্যালে অল্প আগুন রয়েছে। ডাম্পিংয়ের কাজও বাকি।
আগুন নিয়ন্ত্রণে আসায় আজকের মতো অভিযান স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আবার শনিবার (১০ জুলাই) সকাল থেকে চলবে উদ্ধার অভিযান।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
আরও পড়ুন>>
>>> রূপগঞ্জে অগ্নিকাণ্ড: অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন
>>>নিয়ন্ত্রণে আসেনি সেজান জুসের কারখানার আগুন, নিহত ৩
>>সেজান জুসের কারখানায় আগুন: কয়েকজন ঢামেকে ভর্তি
>>>রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুন, নিহত ২
>>>১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা
>>>জুস কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে আসছে না আগুন
>>>জীবিত নেই কেউ, প্রিয়জনের খবর পেতে স্বজনদের অপেক্ষা
***সেজানের পোড়া কারখানা থেকে বের হলো ৫২ মরদেহ
**জুস কারখানায় আগুন: গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা
**বু’র সঙ্গে আমার আর শেষ কথা হলো না...
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এএ