ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামে অর্ধ শতাধিক দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেট চত্বরে জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সহায়তা তুলে দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান চাঁদ ও মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

এসময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ, কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।