ঢাকা: ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষ ভিড় করছেন।
সোমবার (১৯ জুলাই) রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী বাস কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব কাউন্টার ঘুরে দেখা গেছে, যাত্রীরা সকাল থেকে কাউন্টারে এসে জমায়েত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়ছে। সরকারি অফিস ও পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ায় ভিড় বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে গতবছরের তুলনায় এবার যাত্রী সংখ্যা কিছুটা বেশি।
এ ব্যাপারে হানিফ এন্টারপ্রাইজের বাস কাউন্টারের ম্যানেজার এ কে এম রইছুল আলম সবুজ বাংলানিউজকে বলেন, ঈদের ভিড় বাড়ছে অফিস আদালত, কল-কারখানা ছুটি হয়ে যাওয়ায় ভিড়টা বেশি। তবে রাত নাগাদ এ ভিড় আরও বাড়বে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর যাত্রীসংখ্যা কিছুটা বেশি। ঈদের পর লকডাউনের খবরে অনেকেই পরিবারের নিয়ে বাড়ি ছুটছেন। তবে আমাদের কোনো সিডিউল বিপর্যয় নেই। জ্যামের কথা চিন্তা করেই আমরা সিডিউল সাজিয়েছি। অন্যান্য দিন সিডিউল থাকে ১৩ টি কিন্তু এখন ৮টি রয়েছে। তাই যাত্রীদের খুব একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
এদিকে, সিডিউল কিছুটা বিপর্যয়ের কারণে যাত্রীদের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন শ্যামলীতে অবস্থিত কে লাইন পরিবহনের কাউন্টার মাস্টার মো. রিয়াদ।
তিনি বাংলানিউজকে বলেন, রোববারের (১৮ জুলাই) তুলনায় আজ যাত্রীদের চাপ বেড়েছে। তবে আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের গাড়ি আসতে দেরি হলে যাত্রীদের ফোন করে জানাচ্ছি। তারপরও টাইমিং হচ্ছে না। অনেক যাত্রী কিছুটা আগেও চলে আসছে। এতে কিছুটা সময় তাদের কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকা থেকে রংপুর যাবেন মাহমুদুল আলম। তিন ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় রয়েছেন। কাউন্টার থেকে একাধিকবার সময় বলা হলেও গাড়ি এসে পৌঁছায়নি। কখন বাস আসবে সঠিক সময় তারাও জানেন না বলে তিনি উল্লেখ করেন।
অপরদিকে, ঈদের পর ‘কঠোর লকডাউন’ থাকায় অনেকেই পরিবার নিয়ে ছুটছেন গ্রামের বাড়িতে। একটু দুর্ভোগ হলেও যাত্রীদের চোখে মুখে ছিল হাসি আর আনন্দে ভরা। পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ঈদের আনন্দটা সবাই একসঙ্গে উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা তাদের।
সরকারি ছুটি শুরু হওয়ায় ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ত নগরী ঢাকা। সরকারি ছুটির সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও অনেক বাড়ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসএমএকে/ওএইচ/