ঢাকা: রাজধানীর বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে আদালতে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে তাদের আদালতে নেওয়ার জন্য গাড়িতে করে রওনা দেয় বনানী থানা পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, পরীমনি ও রাজসহ বাকি দুই জনের বিরুদ্ধে মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা (নং-৫) দায়ের করা হয়েছে। এছাড়া, নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে মাদক আইনে পৃথক আরেকটি মামলা (নং-৬) দায়ের করা হয়েছে।
থানা সূত্র জানায়, তাদের এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এসব মামলায় প্রত্যেকের সাত দিনের করে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে, রাজ ও সবুজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে পৌনে ৬টার দিকে তাদের নিয়ে বনানী থানায় যান র্যাব সদস্যরা।
বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকেও মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
অভিযানের প্রথম দিকে পরীমণি র্যাবকে কোনো সহযোগিতা করেননি। পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) এবং আইস মাদক উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট নিউজ:
পরীমনি-রাজের বিরুদ্ধে মামলা, চাওয়া হবে রিমান্ড
পরীমনি-রাজকে নিয়ে বনানী থানায় র্যাব
স্থগিত হতে পারে পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ
পরীমনি-রাজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
পরীমনিসহ চারজনকে গ্রেফতারের কথা জানালো র্যাব
পরীমনি ও রাজের বিরুদ্ধে হচ্ছে মাদক ও পর্নোগ্রাফি মামলা
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
পিএম/এমজেএফ