ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নাসির উদ্দীন খাঁন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নাসির উদ্দীন খাঁন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (০৬ আগস্ট) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পুলেরঘাট-মাইজহাটি অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নাসির উদ্দীন খাঁন (৫০) পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন খাঁন অপর একজনকে নিয়ে মোটরসাইকেল করে রায়পুরার দিকে যাচ্ছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার পুলেরঘাট-মাইজহাটি অটো রাইস মিল এলাকায় একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাসির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পাকুন্দিয়ার আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১ 
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।