ঢাকা: জয়যাত্রা নামে আইপি টিভিতে সাংবাদিক নিয়োগ বাণিজ্যের অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।
কারাগারে যাওয়া দুজন হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন এবং কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী।
গত ৪ আগস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক আল-হেলাল। হাজেরা খাতুনের পক্ষে আইনজীবী ফিরোজুর রহমান মন্টু এবং সানাউল্লাহ নূরীর পক্ষে আমানুল করিম লিটন জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
গত ৩ আগস্ট ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, হেলেনা জাহাঙ্গীরসহ এ দুই আসামি ও অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের অনুমোদন না থাকা সত্ত্বেও জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়োগ করে মোটা অংকের টাকা জামানত হিসেবে গ্রহণ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
কেআই/ওএইচ/