ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চৌহালীর তাঁতশ্রমিকদের মধ্যে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
চৌহালীর তাঁতশ্রমিকদের মধ্যে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসহায়তা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় ৩০০ হকার, তাঁতশ্রমিক ও অতিদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সকলের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়।

রোববার (৮ আগস্ট) উপজেলার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সুতা দিয়ে শাড়ি তৈরি করেন তাঁত শিল্পী মনিরুল ইসলাম। করোনায় দুই মাসেরও বেশি সময় ধরে বেকার হয়েছেন। ছেলে-মেয়ে নিয়ে করোনায় এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি। শুভসংঘের খাদ্য সহায়তা পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে দোয়া করে মনিরুল ইসলাম বলেন, আল্লা তাগের যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেয়। সুস্থ ভাবে বাইচ্চা থাকে। মানুষের যেন সেবা করতে পারে। রোজিনা খাতুন নামের এক উপকারভোগী বলেন, তোমাগের ত্রাণ খুব সুন্দর কইরা পাইলাম। অন্য মাইনষের ত্রাণ পাই না। দোয়া করি তোমরা যেনো সুখে থাকেন।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেন, করা মহামারীর মধ্যে অসহায় ও কর্মহীন মানুষ খাদ্যের অভাবে রয়েছে। এই সময়ে বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে আমার উপজেলায় ৩০০ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিলো। পুরো সিরাজগঞ্জ জেলায় তিন হাজার মানুষকে তারা খাদ্য সহায়তা দিচ্ছে। তাই আমি বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং শুভসংঘের সকল সদস্যের জন্য দোয়া করবেন।

করোনায় সকলকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আপনারা সবাই সতর্ক থাকবেন। টিকা নেওয়ার পরেও সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। তাহলে আমরা খুব দ্রতই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারব।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক ডনু, আওয়ামী লীগের এনায়েতপুর থানার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব উদ্দিন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. ইমরান হোসেন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ সাহাসহ গণমাধ্যমকর্মী স্বপণ মির্জা, নারায়ণ মালাকার, মারুফা মির্জা, আশরাফুল ইসলাম সওদাগর, বাবু মির্জা, আব্দুস সাত্তার আব্বাসী।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।