লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে হত্যাচেষ্টাসহ ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের মামলার এজাহারভুক্ত ৩৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ আগস্ট) দুপুরে কমলনগর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল দেব তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন বলেও জানান তিনি।
আত্মসমর্পণকৃত আসামিরা হলেন- রাকিবুল হাসান বিপ্লব (৩২), গিয়াস উদ্দিন রুবেল (৪০), আবদুল কাদের (৪০), আব্দুল লতিফ মন্টু (৫৫), শাহাদাত হোসেন (৩৮), আলা উদ্দিন (৩২), নিজাম উদ্দিন (৩০), নুরুল আমিন (৫০), আবুল কালাম (৪৮), আবদুল মালেক (৫০), খোকন (৩০), আবদুল আলীম (৪০), জসিম (২৫), সবুজ (২৮), বাবুল (৩২), মো. শাহ জাহান (৪৮), মো. মাকছুদ (৪০), মো. শাহজাহান (৫০), মো. রুবেল (৩০, আবদুল বাতেন ভূঁইয়া (৪৫), আবু জাফর ভূঁইয়া (৩০), সাইফুল ইসলাম (৪০), মো. হারুন (৩৭, মোসলেম উদ্দিন (৩৫), রুবেল (২৩), মো. আজগর (২২), মিরাজ হোসেন (২৫), আবদুল মতিন (৪৮), নুরুল আমিন (৪০), কামাল উদ্দিন (৪০), জয়নাল আবদীন (৫০), হেলাল উদ্দিন (৪০) ও নাদির মেম্বার (৫০)। এরা সবাই জেলার কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
এদের মধ্যে এজাহারভূক্ত ৫০ নম্বর আসামি কামাল উদ্দিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এর আগে, একই মামলায় কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএইচএম আহসান উল্লাহ হিরনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলায় এজাহারভুক্ত ১৩ আসামি বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে কমলনগর থানা সূত্রে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জুন দুপুরে ইউপি নির্বাচন চলাকালে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু সাংগঠনিক কাজে গাড়ি বহরযোগে রামগতি উপজেলার আলেকজান্ডারের উদেশে যাচ্ছিলেন। পথে কমলনগরের তোরাবগঞ্জ বাজার এলে আসামিরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পিংকু গাড়ি থেকে নামতেই হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে সময় তিনি সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। তবে তার গাড়িটির ভাঙচুর করা হয়। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়। হামলায় পিংকুসহ অন্তত আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থলের পাশেই ছিল তোরাবগঞ্জ ইউপি নির্বাচনের একটি ভোটকেন্দ্র। এ ঘটনায় কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ও তোরাবগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান এবং তোরাবগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ফয়সাল আহমেদ রতনসহ ৫৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৮০ জনের বিরুদ্ধে ২৩ জুন কমলনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী আওয়ামী লীগ সভাপতি পিংকুর ব্যক্তিগত গাড়ি চালক মো. নিজাম উদ্দিন।
ঘটনার দিন গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু জানান, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে রতন ও বাপ্পি বাহিনী।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসআরএস