ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে ছায়া দিয়ে রেখেছিলেন বঙ্গমাতা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বঙ্গবন্ধুকে ছায়া দিয়ে রেখেছিলেন বঙ্গমাতা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারাজীবন ছায়া দিয়ে রেখেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুকে কখনই ভেঙে পড়তে দেননি তিনি।

বঙ্গবন্ধুর কঠিন সময়েও তিনি পাশে ছিলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিরের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে তার রাজনৈতিক জীবনে অনুপ্রেরণা দিয়েছিলেন বেগম ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি ঘটনায় তিনি পাশে ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের ১২ টি বছর জেলে কাটিয়েছিলেন। তিনি জেলে থাকাকালে বঙ্গমাতায় সংসার সামলেছেন। আমরাও অনেক সহযোগিতা পেয়েছি বঙ্গমাতার কাছ থেকে। একবার ছাত্রলীগের অফিস ভাড়া না দিতে পারার জন্য আমাদের অফিস ছাড়তে বলেছিল। আমি আর আব্দুর রাজ্জাক ভাই বঙ্গমাতার কাছ থেকে সেই আমলে ২০০ টাকা নিয়ে অফিস ভাড়া শোধ করেছিলাম। এভাবে তিনি আমাদেরও সহায়তা দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচি মাসুদ বিন মোমেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি নাসরিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।