ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বুধবার থেকে চলবে ট্রেন, সোমবার টিকিট বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বুধবার থেকে চলবে ট্রেন, সোমবার টিকিট বিক্রি শুরু

ঢাকা: আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ যাত্রী নিয়ে  ট্রেন চলাচল শুরু হবে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের টিকিট বিক্রি৷ ট্রেনের শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

রোববার (৮ আগস্ট) সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়৷ এর আলোকে বাংলাদেশ রেলওয়ে তাদের ফেসবুক পেজে বুধবার থেকে ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানায়৷

এ পোস্টে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়৷ যার মধ্যে রয়েছে- কোনো ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে৷ টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচদিন আগে কেনা যাবে। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণ করতে হবে। টিকিট ও মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
ডিএন/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।