ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

খুলনায় পরিবহন শ্রমিকদের মধ্যে নিসচার খাদ্য সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
খুলনায় পরিবহন শ্রমিকদের মধ্যে নিসচার খাদ্য সহায়তা ...

খুলনা: খুলনায় ‘লকডাউনে’ কর্মহীন পরিবহন শ্রমিকদের (শ্রমিক-ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপার) মধ্যে দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার প্যাকেজে ছিল চাল, ডাল, আটা ও আলু।

স্বাস্থ্যবিধি মেনে ৬৫ জন শ্রমিককে এ সহায়তা দেওয়া হয়।

রোববার (৮ আগস্ট) বিকেল ৫টায় মহানগরীর সোনাডাঙ্গাস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা দেয় ‘নিরাপদ সড়ক চাই’ এর (নিসচা) খুলনা মহানগর শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি বাবু শ্যামল সিংহ রায়, খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল ও দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

এ সময় অতিথিরা বলেন, টানা ‘লকডাউনে’ কর্মহীন হয়ে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের আর্থিক দুরাবস্থার কথা চিন্তা করে নিসচার খুলনা মহানগর কমিটি তাদের সহযোগিতায় হাত বাড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, মো. ইলিয়াস হোসেন লাবু, রকিব উদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো. নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো. সোলায়মান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, কার্যনির্বাহী সদস্য আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, মাহমুদা আক্তার লিজা, মো. আবু মুছা, মো. শামীম হোসেন, সদস্য বিপ্লবী কাজী খলিল, ফিরোজ আলী, শ্রমিক নেতা দেশ আহমেদ রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।