কাকডাকা ভোর থেকে বাহিরে ভারী বর্ষণ হচ্ছে। পথঘাটে কেউ নেই।
আজও বৃষ্টিতে ভিজে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৩০০ তাঁতশ্রমিক, হকার ও অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় এসব মানুষদের মধ্যে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।
রোববার (৮ আগস্ট) উপজেলার বেলকুচি সরকারি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।
তাঁতশ্রমিক আমান উল্লাহ। আট বছর ধরে সুতা দিয়ে লুঙ্গি বুনেন। লকডাউনে দেড় মাস ধরে বন্ধ রয়েছে কারখানা। এই সময়ে রোজগার করতে পারেননি দু'পয়সাও। ধারদেনা করে চলছে সংসার। বসুন্ধরা গ্রুপের খাদ্যসহায়তা তুলে দেওয়া হয় তাকে। বস্তা হাতে পেয়ে আমান বলেন, ‘লকডাউনে খুব কষ্টে করে খাচ্ছি। বসুন্ধরা গ্রুপের সাহায্য পাইয়া ৮-১০ দিন ভালো খামু। দোয়া করি আল্লাহ জানি আরো দেওয়ার শক্তি দেয়। গরিবরে জানি আরো সাহায্য করতে পারে। ’
মরিয়ম বেগম নামের এক উপকারভোগী বলেন, ‘আল্লাহ তাগোরে ভালো করবে। গুনা মাফ করবে। সহি-সালামতে রাখবে। আমি নামাজ পইড়া দোয়া দিমু। ’
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার বলেন, করোনাকালে কালের কণ্ঠ শুভসংঘ অনেক আগে থেকেই অসহায় মানুষকে সাহায্য করে আসছে। আজ আমাদের উপজেলায় ৩০০ অতিদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। এই সহায়তা দেওয়ার জন্য আমি বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুভ কামনা জানাই। আশা করি আপনাদের এই শুভকাজ চলমান রাখবেন।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ সাহা, বেলকুচি উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভসহ মো. নাছিম, রিয়াদুল ইসলাম, জাকারিয়া হোসেন, সিয়াম, সাদ, সুমন, সেলিম, তৌফিক, আল আমিন, আরিফুল, আবু হাসান, মো. আল আমিন, খাদিজা, তানজিলা ও উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
আরআইএস