ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

যশোর: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যার আগে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জোহর আলী (৪৮) ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শী রিপন হোসেন সাংবাদিকদের বলেন, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাচ্ছিলেন। ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনিপাড়া নামক স্থানে পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়।

এ সময় পিকআপের ধাক্কায় জোহর আলী ও তার পুত্র আক্তারুজ্জামান মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং পুত্র আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আক্তারুজ্জামান মারা যান।

ঘটনার পর ড্রাইভার পিকআপ রেখে পালিয়ে যান। পরে পিকআপটি হেফাজতে নেয় পুলিশ।

ঝিকরগাছা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, জোহর আলীর মরদেহ থানায় রয়েছে। বাদীপক্ষ ময়নাতদন্ত করতে রাজি নয়।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
 ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।