ঢাকা: পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭১ জন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছেন।
রোববার (০৮ আগস্ট) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর ‘অতিরিক্ত পুলিশ সুপার’ পদে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগগদানের তারিখ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
পিএম/এমজেএফ