ঢাকা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসাবে বঙ্গমাতার অবদান’ শীর্ষক বিশেষ আলোচনার আয়োজন করে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
রোববার (০৮ আগস্ট) জুম মিটিং প্ল্যাটফর্মে এই আলোচনায় মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
প্রধান অতিথি ছিলেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিন এবং সভাপতিত্ব করেন টেলিটকের মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এমআইএইচ/এমজেএফ