ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রিকশাচালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
সৈয়দপুরে রিকশাচালক খুন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরে দুলাল হোসেন (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।  

সোমবার (৯ আগস্ট) ভোরে শহরের নতুন বাবুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে হত্যার শিকার হন তিনি।

নিহত দুলাল হোসেন পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ ডাঙ্গাপাড়ার মকবুল হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, ভোরে রাস্তায় ওই রিকশাচালকের মরদেহ দেখে পুলিশে খবর দেন পথচারীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের গলায় ও নাভীর নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মোবাইল ফোন ও রিকশা পাশেই ছিল।

খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।