ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
আশুলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪২) এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক বিল্লাল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ আগস্ট) সকালে নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ থানার খিলকাটি এলাকার আলম মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন।  

আটক বিল্লাল হোসেন যশোরের বাঘারপাড়া থানার পান্তাপাড়ার শরিফুল ইসলামের ছেলে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশা নিয়ে নরসিংপুরে যাচ্ছিলেন সিরাজুল। পথে বাংলাবাজার এলাকায় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিকশাচালক সিরাজুল। পরে স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।