রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের নামে হুমকি দেওয়ার অভিযোগ এনে মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন গত ২৯ জুলাই। এতে তার জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চিয়তার আবেদন করা হয়।
রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, রাবি শিক্ষকের অভিযোগটি আমলে নিয়ে গুরুত্বসহ তদন্ত করা হয়। প্রযুক্তির সহায়তা নিয়ে দেখা গেছে এমপি শফিকুল ইসলাম তার পরিচিত ছাড়া অন্য কারো সঙ্গে ওইদিন কথা বলেননি। এমনকি শিক্ষক সুজিত সরকারের সঙ্গেও তার কোনো কথা হয়নি।
ওসি আরও জানান, সাধারণ ডায়েরির প্রাথমিক তদন্ত শেষ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখন আদালতেও প্রতিবেদনটি দেওয়া হবে।
এদিকে ওই জিডিতে রাবি শিক্ষক ড. সুজিত সরকার উল্লেখ করে বলেছিলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক এবং বর্তমানে বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি সপরিবারে রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কুমারপাড়ায় বসবাস করছি। আমি মহান মুক্তিযুদ্ধ বিষয়ে চারটি গ্রন্থ রচনা করেছি। তারমধ্যে একটি নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ অন্যতম। এই গ্রন্থটি প্রকাশিত হয় ২০০৯ সালে। পরের বছর ২০১০ সালে গ্রন্থটি প্রথম সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০২১ সালের বইমেলায়। ওই গ্রন্থটিতে নাটোর সদর আসনের (নাটোর-২) এমপি শফিকুল ইসলাম শিমুলের বাবার নাম একাত্তরের রাজাকারের তালিকায় স্থান পেয়েছে।
প্রথম গ্রন্থ প্রকাশের সময় ৩১০ পৃষ্টা, প্রথম সংস্করণের ৩৬১ পৃষ্ঠায় এবং দ্বিতীয় সংস্করণে ৬০০ পৃষ্ঠায় রাজাকার হাসান আলীর নাম মুদ্রিত হয়েছে। আমি মুক্তিযোদ্ধা, শহীদ ও স্বাধীনতা বিরোধীদের নাম মাঠ পর্যায়ে ৩ বছর যোগাযোগ করে নাটোর জেলার গ্রামগঞ্জে ঘুরে মুক্তিযুদ্ধ বিষয়ে সাক্ষাৎকার নিয়ে ছবি তুলে তা সন্নিবেশিত করেছি। একাধিক সাক্ষাৎকারদাতা নাটোর কান্দিভিটার (পুরাতন কোর্টপাড়া) হাসান আলী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একজন কুখ্যাত রাজাকার ছিল বলে তথ্য দিয়েছে।
সুজিত সরকার বলেন, ‘আমি তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী গ্রন্থতে নাম সংযোজন করেছি। বর্তমানে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ গঠন নিয়ে নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ও ভিন্ন মত সৃষ্টি হলে আমার বই আলোচনায় আসে। এরপর এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে ইতিমধ্যেই আমাকে কিছু অপরিচিত সন্ত্রাসী জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছিলাম।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসএস/