ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের দেওয়া চাল-ডালে কয়দিন পেট ভইর‌্যা খাইব্যার পারমু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
কালের কণ্ঠের দেওয়া চাল-ডালে কয়দিন পেট ভইর‌্যা খাইব্যার পারমু  খাদ্যসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: গ্যাংগ্রিন রোগে দুটি পা কেটে ফেলতে হয়েছে বাঘা সূত্রধরের। এরপর থেকেই পঙ্গু জীবনযাপন করছেন।

বিয়ে করেননি, তাই সংসারও নেই। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় কোনোমতে দিন চলে তার।  

সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার বাসিন্দা কাঠমিস্ত্রি বাঘা সূত্রধর পুরো লকডাউনে পাননি কোনো সহায়তা। চলমান লকডাউনে তার কষ্টটা আরো বেড়ে গেছে। যেসব স্বজনদের ওপর নির্ভর করে তার পেট চলে, তাদেরও কাজকর্ম নেই। অবশেষে অসহায় পঙ্গু বাঘা পেলেন শুভসংঘের খাদ্য সহায়তা। এতে হাসি ফুটেছে তার মুখে।  

সোমবার (৯ আগষ্ট) সকালে তিনি ক্র্যাচে ভর করে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এসে ত্রাণের প্যাকেট হাতে পেয়ে বললেন, ভগবান এইব্যার মুখ তুইল্যা তাকাইচে। কালের কণ্ঠ আমাগোরে চাইল-ডাইল দিলো। কয়েকদিন পেট ভইর‌্যা খাইব্যার পারমু।  

চর রায়পুর মহল্লার দেলোয়রের দুটি হাতই কাটা। তিনি কোনো কাজ-কর্ম করতে পারেন না অন্যের উপর নির্ভরশীল। কালের কণ্ঠ শুভসংঘের ত্রাণ পেয়ে খুশি তিনিও।  

সয়াগোবিন্দ মহল্লার রফিকুল ইসলামের একটি পক্ষাঘাতগ্রস্ত। তিনিও ক্র্যাচে ভর করে এসেছিলেন বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা নিতে।  

বাংলানিউজকে তিনি বলেন, সংসারে একমাত্র কামাই করা বেটাছওয়াল আমি। অনেকদিন ধইর‌্যাই অসুস্থ হইয়্যা বিছানায় পইর‌্যা রইছি। আমাগোর দিকে কেউ ফির‌্যা তাকায় না। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। তারা আমাগোরে কথা ভাইবচে। আমাগোরে রিলিফ দিচে।  

রেলওয়ে কলোনি মহল্লার ট্রাক শ্রমিক সিরাজুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঘরে পড়ে রয়েছেন। তিনিও ক্র্যাচে ভর করে এসে নিলেন বসুন্ধরার খাদ্য সহায়তা। তিনি বলেন, আমি নিজেও অসুস্থ স্ত্রী সুফিয়াও হাসপাতালে ভর্তি। এমন সময় এই সহায়তা আমাদের অনেক উপকারে লাগবে।  

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রাম থেকে এসেছিলেন মনোরঞ্জন দাস, মমতা রানী, তাসলিমা খাতুনসহ বেশ কয়েকজন। এরা সবাই দিনমজুর ও হতদরিদ্র। করোনা ও লকডাউনের কারণে এদের অনেকেই কাজও হারিয়েছেন। পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন তারা।

জানতে চাইলে দুস্থ শ্রমজীবী মানুষগুলো বলেন, সরকার মেলা রিলিফ দেয়-দেখি। কিন্তু আমাগোরে কাছে এসব রিলিফ যায় না। যাগোরে লোকজন আছে তারাই খালি বার বার রিলিফ পায়। আমাগোরে কপাল ভাল কালের কণ্ঠ পেপার ওয়ালারা আমাগোরে ৮/১০ দিনের খাবার দিলো।  

কালের কণ্ঠ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা অসীম মণ্ডল বাংলানিউজকে বলেন, কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে সিরাজগঞ্জের ৩ হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। শনিবার থেকে জেলার ৯টি উপজেলায় এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। প্রকৃত দুস্থদের তালিকা করেই এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এই জরুরি মুহূর্তে বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই প্রশংসনীয়। দেশের সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছে এ প্রতিষ্ঠানটি।  
শনিবার (৭ আগস্ট) থেকে সিরাজগঞ্জের ৩ হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ শুভসংঘ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।