সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১৯ দিন পর মিন্টু চন্দ্র বর্মন নামে এক কলেজ শিক্ষকের খণ্ডিত মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৯ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুরের সাভার রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে মরদেহ উদ্ধার অভিযান চলে বলে নিশ্চিত করেছে র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
নিহত মিন্টু চন্দ্র বর্মন সাভার রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।
র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গত ২২ জুলাই আশুলিয়া থানায় ওই শিক্ষক নিখোঁজের জিডি করেন তার পরিবার। ওই ঘটনায় র্যাব ও পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজ ওই শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খণ্ডিত বাকি অংশ উদ্ধারে সেই স্কুলের পাশে এখনো অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
আরএ