ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষের খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষের খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩ খণ্ডিত মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১৯ দিন পর মিন্টু চন্দ্র বর্মন নামে এক কলেজ শিক্ষকের খণ্ডিত মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে মরদেহের বাকি খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

সোমবার (০৯ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুরের সাভার রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে মরদেহ উদ্ধার অভিযান চলে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

নিহত মিন্টু চন্দ্র বর্মন সাভার রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গত ২২ জুলাই আশুলিয়া থানায় ওই শিক্ষক নিখোঁজের জিডি করেন তার পরিবার। ওই ঘটনায় র‌্যাব ও পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজ ওই শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খণ্ডিত বাকি অংশ উদ্ধারে সেই স্কুলের পাশে এখনো অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।