ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করে তিস্তা চুক্তি করবেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
‘দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করে তিস্তা চুক্তি করবেন’

গোপালগঞ্জ: তিস্তা চুক্তি নিয়ে পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তি করবেন। আমাদের প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি করেছেন।

তিস্তা চুক্তিও বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে করবেন তিনি। ’

সোমবার (০৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার বিষয় নিয়ে উপ-মন্ত্রী বলেন, ‘গঙ্গা চুক্তির মাধ্যমে পানির যে হিস্যা, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে প্রবল বন্যা হলে তারা ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়। এটি আমাদের ভৌগলিকভাবেই দীর্ঘদিনের সমস্যা। এটি আমরা সমাধান করতে পেরেছি। ’

গোপালগঞ্জ জেলাকে নদী ভাঙন ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে এবং নদীগুলো পূর্বাবস্থায় নিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের জন্যও কাজ করা হচ্ছে। ’ 

এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি। এছাড়া পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।